বদলে যাচ্ছে ফেডারেশন কাপের নাম!


প্রকাশিত: ০৩:১১ পিএম, ১২ নভেম্বর ২০১৬

বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের নাম নিয়ে একটি রম্যরচনা তৈরি করা যায়। বি-লিগ, বাংলাদেশ লিগ থেকে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার ফেডারেশন কাপ ফুটবলের নাম বদলে ফেলার উদ্যোগ নিয়েছে। জানা গেছে, আগামীতে এ টুর্নামেন্টটির নাম হবে ‘এফএ কাপ।’

বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী এ প্রসঙ্গে বলেছেন, ‘নাম এখনো বদলে ফেলিনি। প্রস্তাব করা হয়েছে।’ হঠাৎ ফেডারেশন কাপের নাম পরিবর্তনের চিন্তা কেন? ‘অনেক কিছুই তো বদলায়। এএফ কাপ নামটা স্মার্ট’-বলেছেন আবদুস সালাম মুর্শেদী।

শুধু কি নামই পরিবর্তন হবে? নাকি কোনো গুণগত পরিবর্তনও থাকবে? এ প্রশ্নের জবাবে ফেডারেশন কাপের আয়োজক পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘এখনো তো সব ঠিক হয়নি। দেখি গুণগত পরিবর্তন কি আনা যায়।’

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।