নিজেদের ভুলকে বড় করে দেখছেন তামিম


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১২ নভেম্বর ২০১৬

রাজশাহী কিংসের পর চিটাগাং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুবারই পেয়েছেন দারুণ সাফল্য। দলকে পূর্ণ পয়েন্টই এনে দিয়েছেন খুলনা অধিনায়ক। আর তাই তার কৃতিত্ব দিতে ভুলেননি চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। তবে তার চেয়ে বেশি নিজেদের ভুলকে বড় করে দেখছেন তিনি।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘যে ম্যাচটা রিয়াদ ভাই জিতিয়েছে, ওইটা আসলে ঠিকভাবে চিন্তা করেন, ১০ বারে একবার হওয়ার কথা। বারে বারে জিতাচ্ছে। ছয় রান দরকার ছিল। আমাদের দুইটা সেট ব্যাটসম্যান ছিল। অবশ্যই উনার কৃতিত্ব আছে, ভালো বল করছেন বলেই হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে, তার কৃতিত্বের চেয়ে আমাদের দোষ ছিল আরও বেশি।’

টানা দুই ম্যাচে প্রায় একই ঢঙ্গে দলের জয়ের নায়ক মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে শেষ ওভারে সাত রান আটকানোর পর এদিন ছয় রান আটকে দিয়েছেন তিনি। সঠিক কিছু করেছেন বলেই তিনি টানা দু’দিন সাফল্য পেয়েছেন বলে মনে করেন তামিম, ‘নিঃসন্দেহে ওই পরিস্থিতিতে এসে পর পর দুই দিন ম্যাচ জিতানো- এটা ছোট ব্যাপার না। একদিন সাত রান ডিফেন্ড করলো আজকে ছয় রান ডিফেন্ড করলো। আজকেরটা আরও বেশি কঠিন ছিল, আমার মনে হয় সে কিছু কাজ সঠিক করেছে যার জন্য সাফল্য পেয়েছে।’

এদিন জিততে হলে শেষ ওভারে ছয় রানের প্রয়োজন চিটাগাংয়ের। মাহমুদউল্লাহর অসাধারণ বোলিংয়ে সে ওভারে মাত্র ১ রান নিতে সমর্থ হয় তারা। উল্টো আউট হয় তিনজন ব্যাটসম্যান। ফলে চার রানের হারের স্বাদ পেতে হয় তাদের। তামিমের মতে, নিজেরা আরেকটু স্মার্ট ক্রিকেট খেললে জয় তারাই পেতেন, ‘শেষ ওভারে দুইটা সেট ব্যাটসম্যান ছিল। আমার কাছে মনে হয় আমরা যদি একটু স্মার্টলি ক্রিকেট খেলতাম তাহলে আমরাই জিততাম। তবে সে (রিয়াদ) কিছু সঠিক করেছে যার জন্য দুইবার ম্যাচ জিতিয়ে দিল।’

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।