বঙ্গবন্ধুর প্রতি মমতার শ্রদ্ধা নিবেদন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার বিকেলে শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পরে মমতা ব্যানার্জী বাংলাদেশের স্থপতি জাতির জনক ও সর্বকালের সেরা বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মানে জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বঙ্গবন্ধু জাদুঘরের বিভিন্ন বিভাগে ঘুরে দেখেন তিনি। এই ভবনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়।
জাদুঘর পরিদর্শন করার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুর খুনীদের বরর্বতার চিহ্নগুলো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর জাদুঘরে রাখা পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন মমতা। এ সময় তাঁর সফরসঙ্গীগণ ও অন্যান্য উচ্চপদস্থগণ উপস্থিত ছিলেন।
আরএস/পিআর