সাঙ্গাকারার উইকেটই মিরাজের সেরা


প্রকাশিত: ০৭:২১ পিএম, ১১ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া করার পর দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে রাজশাহী। দলটির জয়ে দারুণ অবদান রেখেছেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ঢাকার সেরা দুই ব্যাটসম্যানকেই ফেরান তিনি। তবে সাঙ্গাকারার উইকেটকেই এগিয়ে রাখছেন এ নবীন।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘সাঙ্গাকার উইকেটই সেরা ছিল। কারণ সে কিংবদন্তি, এটা সবাই জানি। আমার খুব ভালো লেগেছে যে সাঙ্গাকারার মতো ব্যাটসম্যানের উইকেট পেয়েছি। ও অনেক ভালো ক্রিকেটার। আমাকে যখন খেলেছে, সতর্কভাবেই খেলেছে, তারপরও ভালো জায়গায় বল করেছি। এজন্য হয়ে গেছে।’

এদিন সাঙ্গাকারা ছাড়াও ঢাকা ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসানকেও ফেরান মিরাজ। মিরাজের বোলিং তোপেই তাদের অল্প রানে বেঁধে রাখতে পেরেছে রাজশাহী। আগের দিনের মতো এদিনও প্রথম ওভারে উইকেট নেন মিরাজ।

‘আল্লাহর অশেষ রহমত ছিল। ভালো জায়গায় বল করার চেষ্টা করছি। চিন্তা করিনি যে উইকেট নেবো। উইকেট নেয়ার চিন্তা করলে ভালো কিছু করতে পারবো না। তাহলে নেতিবাচক হয়ে যেতে পারে। চেষ্টা করি সবসময় ভালো জায়গায় বল করার জন্য।’

এছাড়াও দলের অধিনায়ক ড্যারেন স্যামির উচ্ছ্বসিত প্রশংসা করেন মিরাজ, ‘স্যামি অনেক বন্ধুত্বপরায়ণ। আমি অনেক ভাগ্যবান যে ওর মতো অধিনায়কের নেতৃত্বে খেলেছি। ওয়েস্ট ইন্ডিজকে দু’বার চ্যাম্পিয়ন করিয়েছে। আমার ভালো লাগছে অনেক। ও যখন প্রথমবার আমাদের কাছে আসে, শুরু থেকেই এমনভাবে মিশেছে যে কখনোই মনে হয়নি দূরের কেউ। সবসময় কাছের মনে হয়েছে। সবসময় মজা করে। দলকে অনুপ্রাণিত করছে দারুণ ভাবে। এটা ওর অসাধারণ ব্যাপার।’

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।