আরো ভালো উইকেট চান মুশফিক


প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১১ নভেম্বর ২০১৬

সীমিত ওভারের অধিনায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা উইকেটের চরিত্র ও এ উইকেটে কত রান লড়াকু স্কোর- এসব বলেই থেমে গেছেন। কিন্তু টেস্ট অধিনায়ক ও বরিশাল বুলস দলনায়ক মুশফিকুর রহিম আরো এক ধাপ এগিয়ে গেছেন। আজ সন্ধ্যায় খেলা শেষে মুশফিক পরিষ্কার বলে দিয়েছেন, ‘শেরে বাংলায় যে উইকেটে খেলা হচ্ছে সেটা টি-টোয়েন্টির জন্য আদর্শ পিচ নয়।’

তিনি আরো ভালো উইকেট চান। মুশফিকের অনুভব, খেলা জমে ওঠা এবং মাঠে দর্শক আসার জন্যও উইকেট ভালো হওয়া জরুরি। এ সম্পর্কে তার ব্যাখ্যা, ‘আমাদের দেশে এমন পাওয়ার হিটারও নেই যে কি-না প্রথম দশ-পনের বল অনায়াসে খেলে তারপর ক্যাচআপ করবে। এটা ওদের জন্য কঠিন।’

উইকেটের অবস্থা বলতে গিয়ে তিনি বলেন, ‘দেখেন উইকেটের অবস্থা; এখানে মারলন স্যামুয়েলসের মতো পাওয়ার হিটার ব্যাটসম্যানও রান করতে স্ট্রাগল করেছে। ভবিষ্যতে আশা করবো উইকেট যেন একটু ভালো হয়। কারণ দর্শক আসে রান দেখার জন্য। আশা করছি যদি এগুলো করতে পারি ব্যাটসম্যানদের জন্য ভালো হবে।’

ওপরের কথাই কিন্তু শেষ নয়। উইকেট নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক আরো কথা বলেছেন। তার শেষ কথা, ‘এমন নয় যে, আমাদের দেশে বিপিএলেই শুধু এমন উইকেটে খেলা হচ্ছে। টি-টোয়েন্টিতে বিদেশের মাটিতেও এরকম অনেক সময় হয়ে থাকে।’

মুশফিক মনে করেন, এমন উইকেটে খেলাও এক রকম শিক্ষা। এমন উইকেটে খেললে বোঝা যায় সেট হলেও প্রতি বলে মারা যায় না। অনেক বল থাকে যে গুলো সিঙ্গেলস, ডাবলস নিয়ে রানের চাকা সচল রাখতে হয়।

তার ভাষায়, এগুলো নিয়ে কাজ করতে হয়। আমরা এগুলো নিয়ে কাজ করছি। এটাও আমাদের শিক্ষার অংশ। তারপরও আমার মতে উইকেট আরো একটু ভালো হওয়া দরকার। যেটা আমাদের ব্যাটসম্যানদের জন্যই মঙ্গল।’

এআরবি/আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।