বরিশালকে ১৩০ রানের লক্ষ্য দিল কুমিল্লা


প্রকাশিত: ১০:৩৬ এএম, ১১ নভেম্বর ২০১৬

বিপিএলে এবার প্রায় প্রতিটি ম্যাচই লো স্কোরিং। কোনো ম্যাচেই রান ১৩০ কিংবা ১৩৫-এর বেশি উঠছে না। শুক্রবার বলে আজই বিপিএলের প্রায় গ্যালারি ভর্তি দর্শক; অথচ ম্যাচটা হলো একেবারেই লো স্কোরিং। টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৯ রান করেছে কুমিল্লা।

মুশফিকুর রহীমের সঙ্গে টস জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে শুরুতেই বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে গত আসরের চ্যাম্পিয়নরা। দলীয় রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান ইমরুল কায়েস।

এরপর পাকিস্তানি খালিদ লতিফ ১২ এবং নাজমুল হোসেন শান্ত করেন ১৬ রান। ৪৯ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যান আউট হওয়ার পর মাঠে নামেন মারলন স্যামুয়েলস। মাঠে নামার পর এক প্রান্ত ধরে রেখে তিনি চেষ্টা করেন দলকে এগিয়ে নেয়ার।

কিন্তু অন্য প্রান্তে ঠিকই একের পর এক উইকেট পড়ছিল। ৭৩ রানে ৬ষ্ঠ উইকেট পড়ার পর স্যামুয়েলসের সঙ্গে জুটি বাধেন পাকিস্তানি সোহেল তানভির। এ দু’জন মিলে ৩৮ রানের জুটি গড়েন। ৪৮ বলে ৪৮ রান করে আউট হন মারলন স্যামুয়েলস।

১৯ বলে ৩০ রান করে অপরাজিত থেকে যান সোহেল তানভির। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা। বরিশাল বুলসের হয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি। ১টি করে উইকেট নেন তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, রায়াদ এমরিত এবং থিসারা পেরেরা।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।