শুরুতেই বিপর্যয়ে খুলনা


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১০ নভেম্বর ২০১৬

আগের দিন নাটকীয়ভাবে ম্যাচ জিতেছিল খুলনা টাইটান্স। একেবারে জয়ী ম্যাচে খুলনার কাছে হেরে যায় রাজশাহী। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি রংপুর রাইডার্সের। টস হেরে ব্যাট করতে নামতে হয়েছে খুলনাকে।

তবে ব্যাট করতে নেমে শুরুতেই মহাবিপর্যয়ে খুলনা টাইটান্স। এক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদির ঘূর্ণির সামনেই একে একে উইকেট বিলিয়ে দিতে বাধ্য হচ্ছে খুলনার ব্যাটসম্যানদের।

শুরুতেই নিকোলাস পুরানকে বোল্ড করে ফিরিয়ে দেন সোহাগ গাজী। আবদুল মাজীদ রানআউট হন ৬ রান করে। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে মাত্র ২ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরান রিচার্ড গ্লেসন।

এরপরই শুরু হয় আফ্রিদির মায়াবি ঘূর্ণির ঝড়। বল করতে এসেই পর পর দুই বলে তুলে নেন অলক কাপালি আর রিকি ওয়েসেলসের উইকেট। পরের ওভারে বল করতে এসে প্রথম বলে ফিরিয়ে দেন শুভাগত হোমকে।

অর্থাৎ ৩১ রানেই ৬ উইকেটের পতন ঘটলো খুলনার। এ রিপোর্ট লেখার সময় খুলনার রান ৬ উইকেটে ৩৬। উইকেটে রয়েছেন নুর আলম ৪ এবং আরিফুল হক ৭ রানে।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।