‘মেসি-নেইমারকে থামানো যাবে না’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ১০ নভেম্বর ২০১৬

আজেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই তো বাড়তি উত্তেজনা। বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় মুখোমুখি হবে দুই দল। দলের পাশাপাশি লড়াইটা হবে লিওনেল মেসি ও নেইমারেরও। ব্রাজিল কোচ তিতে মনে করেন, মেসি-নেইমারকে থামানো যাবে না। মাঠে তাদের প্রভাব কমানো যাবে মাত্র।

মেসি-নেইমারকে নিয়ে স্বাগতিক দল ব্রাজিলের কোচ বলেন, ‘লিওনেল মেসিকে থামানো যাবে না, নেইমারকেও থামানো যাবে না। আপনি মাঠে তাদের কাজটা (প্রভাব) কমিয়ে দিতে পারেন। প্রশ্ন করতে পারেন যে আমি মেসিকে থামাতে কী পরিকল্পনা করছি? এখনই তা বলছি না।’

তিতে আরো যোগ করেন, ‘আমি মনে করি, দুই দলেই ফল নির্ধারণ করার মতো অনেক খেলোয়াড়ই (হিগুয়েন, ডি মারিয়া, কস্তা, কুটিনহো) আছে। তাদের নিয়েও ভিন্ন ভিন্ন পরিকল্পনা করতে হবে। আমি মনে করি না যে কোনো একক খেলোয়াড় জয় ছিনিয়ে নিতে পারে। হয়তো সে আলো ছড়াতে পারে, তবে দলের সমবেত প্রচেষ্টাই বড় কথা।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।