১২৩ রানে অলআউট ইংল্যান্ড


প্রকাশিত: ০৩:৫১ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২৩ রানেই অলআউট হয়েছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৬ রান আসে জো রুটের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন মঈন আলী। মরগান ১৭ এবং গ্যারি ব্যালান্স ১০ রান করেন।

নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭ উইকেট নেন টিম সাউদি। ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও ডেনিয়েল ভেট্টরি একটি করে উইকেট নেন।

ওয়েলিংটনে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক মরগান। দলীয় ১৮ রানের মাথায় ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটে।

৩৬ রানে দ্বিতীয় ও ৫৭ রানে তৃতীয় উইকেটের পতন হয়। এরপর ১০৪ রানেই দুই ব্যাটসম্যান বিদায় নেন। ১০৮ ও ১১০ রানে ইংল্যান্ডের ষষ্ঠ ও সপ্তম উইকেটের পতন ঘটে।

১১৬ রানে অষ্টম উইকেটের পতন ঘটে। ১১৭ রানে নবম ও ১২৩ রানে ইংল্যান্ডের শেষ উইকেটের পতন ঘটে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।