ব্রাজিলের বিপক্ষে একাদশে নেই আগুয়েরো


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১০ নভেম্বর ২০১৬

বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে অষ্টম বারের মতো মুখোমুখি হতে প্রস্তুত ফুটবল বিশ্বের দুই পাওয়ার হাউজ ব্রাজিল এবং আর্জেন্টিনা। তবে হাইভোল্টেজ এ ম্যাচের মূল একাদশে জায়গা হচ্ছে না সার্জিও আগুয়েরোর। মূল ফরোয়ার্ড হিসেবে লিওনেল মেসির সঙ্গে হিগুয়েনকেই বেশি পছন্দ কোচের। তাই ব্রাজিলের বিপক্ষে এ  ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হবে এ স্ট্রাইকারকে।   

এ প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমি, ডি মারিয়া ও এনজো পেরেজের প্রতি বিশ্বাস রাখছি। কারণ শারীরিকভাবে তারা শক্তিশালী হওয়ায় দলের রিদম বাড়বে।’

brajil

তিনি আরও বলেন, ‘আমি আমাদের প্রতিপক্ষকে নিয়েও ভাবছি। আর এ ম্যাচে আমাদের কোনো ভুল করলে চলবে না।’

এর আগে মেসিবিহীন প্যারাগুয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন আগুয়েরো। সে ম্যাচে আলবেসেলিস্তারা ১-০ ব্যবধানে হারে। ফলে বাজে ফর্মের কারণে আর্জেন্টিনা মূল একাদশে নেই আগুয়েরো।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই ম্যাচে আগামীকাল ভোরে মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে নেইমারের ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫.৩০ মিনিটে। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি সিক্স এইচডি চ্যানেল।  

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।