‘ক্রিকেটে রিলাক্সের কোনো সুযোগ নেই’


প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছিল চিটাগাং ভাইকিংস। অথচ দ্বিতীয় ম্যাচেই উল্টো চিত্র। অপেক্ষাকৃত দুর্বল শক্তির দল রংপুর রাইডার্সের বিপক্ষে প্রতিরোধই গড়তে পারেনি তারা।

প্রথম ম্যাচে দারুণ জয়ের পরে দলের খেলোয়াড়রা রিলাক্স হয়ে পড়েছিলেন কি-না জানতে চাইলে দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রাজ্জাক জানান, ক্রিকেটে রিলাক্সের কোনো সুযোগই নেই।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে রাজ্জাক বলেন, ‘এই ছোট খেলায় আসলে রিলাক্স হবার কোনো সুযোগ নেই, সত্যি কথা বলতে কি ক্রিকেটে আসলে রিলাক্স হবার স্থানই নেই। আমার কাছে মনে হয় না এমন কিছু হয়েছে তবে অ্যাডজাস্টমেন্টে কিছু সমস্যা হতে পারে।’

এদিন আগে ব্যাটিং করে মাত্র ১৩৪ রানের লক্ষ্য দিতে পেরেছিল চিটাগাং। এরপর বোলিং করতে এসে আফগানিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের কাছে রীতিমতো উড়ে যায় তারা। তাই সংবাদ সম্মেলনে শাহজাদের উচ্ছ্বসিত প্রশংসা করেন রাজ্জাক।

তবে ব্যক্তিগত ১৮ রানেই শাহজাদকে ফেরাতে পারতো চিটাগাং। তবে মিড উইকেটে তার সহজ ক্যাচ তালুবন্দি করতে পারেনি টাইমাল মিলস। দিন শেষে ৮০ রানে অপরাজিত থাকেন এ আফগান।

তার আউটই কি মূল পার্থক্য জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘এটা খেলার অংশ। একটা ক্যাচ ধরলে যে অনেক কিছু হয়ে যেত তা না আবার কিছুই যে হতো না তাও না। যেহেতু হয়নি ঠিক আছে।’

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।