বিপিএলে ৫ উইকেট শিকারি পঞ্চম বোলার রাজু


প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৯ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থ আসরে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছেন রাজশাহী কিংসের আবুল হোসেন রাজু। খুলনা টাইটান্সের বিপক্ষে এ কীর্তি গড়েন তিনি। দিনের শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে বিপিএলের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে পাঁচ উইকেটের ক্লাবে যোগ দেন রাজশাহী কিংসের এ পেসার।

রাজুর আগে বিপিএলের এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন মাত্র চার বোলার। বিপিএলের প্রথম আসরে ঢাকার হয়ে এ কীর্তি গড়েছিলেন মোহাম্মদ সামি। এরপর কেভন কুপার, থিসারা পেরেরা এবং আল-আমিন হোসেন ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন। আবুল হাসান রাজু হচ্ছেন বিপিএলে দ্বিতীয় বাংলাদেশি, যিনি ৫ উইকেট নিয়েছেন।

এদিন ইনিংসের ১০ম ওভারের শেষ বলে রিকি ওয়েসেলসকে দিয়ে উইকেট শিকার শুরু করেন রাজু। এরপর ১৮তম ওভারে বল করতে এসে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহকে সাজঘরে ফেরান তিনি। পরের বলেই অলক কাপালিকে আউট করে হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন; কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। তবে ইনিংসের শেষ ওভারে তুলে নেন আরিফুল হক ও শফিউল ইসলামকে।

শেষ পর্যন্ত রাজুর বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-২৮-৫। বিপিএলে সেরা বোলিং ফিগারে রাজুর অবস্থান চতুর্থ। ৬ রানে পাঁচ উইকেট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।