হাতীবান্ধায় হঠাৎ শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি


প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়  প্রায় ৩০ মিনিট ধরে মাঝারি আকারে শিলা বৃষ্টি হয়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানান।

বৃহস্পিবার সকাল ৯ টার দিকে হঠাৎ শিলা বৃষ্টি শুরু হয়। উপজেলার সানিয়াজান, চর ঠংঝারা, নিজ শেখ সুন্দর ও গড্ডিমারী এলাকায় আমের মুকুল, ভুট্টা, তামাক, মরিচ ক্ষেত, পিয়াজ, রশুন ও গমসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া ইউনিয়নে কৃষক শফিকুল ইসলাম জানান শিলা বৃষ্টিতে তার ২ বিঘা তামাক ও মরিচ ক্ষেত নষ্ট হয়েছে। কৃষকরা আরও জানান বৃষ্টি ও শিলা বৃষ্টিতে ভুট্টা ক্ষেতের উপকার হলেও ক্ষতির পরিমান বেশী হয়েছে।

হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান এই শিলা বৃষ্টিতে হালকা কিছু ফসলে ক্ষতি হয়েছে। আমাদের কৃষি উপসহকারীরা মাঠে গেলে ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপণ করা সম্ভব হবে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।