ঢাকার জয়ের নায়ক মারুফের প্রশংসায় নাফীস


প্রকাশিত: ০২:৪২ এএম, ০৯ নভেম্বর ২০১৬

বিপিএলের চতুর্থ আসরের নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন শাহরিয়ার নাফীস। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩৪ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তবে নাফীসের এই ইনিংসও কাজে দেয়নি। ঢাকার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে তার দল বরিশাল।

এদিকে নাফীসের ঝড়ো ইনিংসটি মূলত বিফলে গেছে মেহেদী মারুফের ব্যাটিং তাণ্ডবে। ঢাকাকে জিতিয়ে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী মারুফ। ৪৫ বলে পাঁচটি করে চার ও ছক্কায় ৭৫* রানের ঝড়ো ইনিংস খেলেছেন ঢাকার ওপেনার। ম্যাচ শেষে বরিশালের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করা নাফীসের প্রশংসা কুড়ালেন মারুফ।

ঢাকার জয়ের নায়ক মারুফের প্রশংসায় নাফীস বলেন, ‘মারুফ প্রতিভাবান একজন ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে থাকে সে। আজ (মঙ্গলবার) দারুণ একটা ইনিংস খেললো মারুফ। বলতে গেলে সে একাই তো ম্যাচটা শেষ করে দিলো।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।