কুমিল্লাকে ১৬২ রানের টার্গেট দিল চিটাগাং


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৮ নভেম্বর ২০১৬

বিপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬২ রানের টার্গেট দিয়েছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬১ রান করেছে চিটাগাং।

প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ডোয়াইন স্মিথকে নিয়ে ৩৬ রান দলের স্কোরশিটে জমা করেন তামিম ইকবাল। ব্যক্তিগত ৯ রানের মাথায় ইমাদ ওয়াসিমের বলে মোহাম্মদ শরীফের হাতে ক্যাচ তুলে দেন স্মিথ। তামিম ইকবাল ফিফটি করেই মাঠ ছেড়েছেন। রানআউটে কাটা পড়ার আগে ৩৮ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক।

তিন নম্বরে ব্যাট করতে নামা এনামুল হক বিজয়ও রানআউটের শিকার হন। ১৮ বলে দুটি চারে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান এনামুল। শোয়েব মালিক ২৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৪২ রানে অপরাজিত ছিলেন। আর আরেক অপরাজিত ব্যাটসম্যান জহিরুল ইসলাম অমি। তিনি ২১ বলে ৩টি চারের সাহায্যে ২৯* রানের ইনিংস খেলেছেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে একমাত্র উইকেট শিকারী পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিম। ৪ ওভারে তিনি খরচ করেছেন ২২ রান। ৪ ওভারে ২২ রান খরচ করেও উইকেটের দেখা পাননি মাশরাফি। সোহেল তানভীর ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।