প্রথম একাদশের খোঁজে সাকিব


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৭ নভেম্বর ২০১৬

সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো। আরো আছেন সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ ও ইরফান শুক্কুর, সেকুগে প্রসন্ন, রবি বোপারা, উসামা মির, এভিন লুইস ও ওয়েন পারনেলের মত খেলোয়াড়রা। তাই এবার ঢাকা ডায়নামাইটসের প্রথম একাদশ গড়াটা বেশ কষ্টসাধ্যই হবে কোচ-অধিনায়কের। কিন্তু তারপরও কাজটা কঠিন হবে না বলে মনে করেন দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট দলের একাডেমি মাঠে সাকিব বলেন, ‘আমাদের ব্যাকআপ খেলোয়াড় ভালো আছে। যারা আমাদের দলে আছে সবাই খেলার মতো। এখন আমাদের খুঁজে বের করতে হবে, কারা প্রথমে খেলবে। যদি কেউ ইনজুরিতে পড়ে তখন কাকে দিয়ে সে জায়গাটা পূরণ করবো। বিদেশি কেউ ইনজুরিতে পড়লেও আমাদের সে রকম ব্যাকআপ খেলোয়াড় আছে। আমার কাছে মনে হয় না এটা খুব বেশি একটা সমস্যা হবে।’

প্রথম দিন থেকেই বৃষ্টির কবলে পরে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তিন দিনের খেলা স্থগিত করে নতুন সূচিতে আগামীকাল মঙ্গলবার নতুন করে শুরু হবে এ আসর। আর সূচি পরিবর্তনের কারণে প্রথম দিনেই মাঠে নামছে তারা। আর এ ম্যাচে জিততে মরিয়া সাকিব, ‘প্রথম ম্যাচ সব সময়ই আলাদা একটা গুরুত্ব থাকে। ভালো একটা ফলাফল নিয়ে বের হতে পারলে তখন অনেক আত্মবিশ্বাস চলে আসে। আমরা এখন সে দিকটায় ফোকাস করছি।’

তবে বৃষ্টির কারণে বিপিএলের মাঝের বিরতি গুলো আর পাওয়া যাচ্ছে না। কারণ এ বিরতিতেই স্থগিত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাধ্য হয়েই ব্যাপার মেনে নিয়েছেন সাকিব, ‘বিরতি থাকলে ভালোই হতো। এখন তো প্রকৃতির উপরে কারোই হাত নাই। বিরতি যেহেতু নাই আমাদেরকে এখন ওইভাবেই প্রস্তুতি নিতে হবে, ওভাবেই খেলতে হবে। তবে একদিক থেকে ভালো হতো যদি বিশ্রামের দিনগুলো থাকতো।’

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় বরিশাল বুলসের মোকাবেলা করবে সাকিবের ঢাকা।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।