ম্যাচ সেরা মুশফিক
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।
টস জিতে ব্যাট করতে নেমে ১১৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তারপর জুটি বাঁধেন মুশফিক ও সাকিব। ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণের বেশিরভাগটাই আফগানদের হাতে চলে যায়। সেখান থেকে দলকে ম্যাচে ফেরান সাকিব ও মুশফিক। দুজনেই খুব সতর্ক হয়ে ব্যাট চালিয়েছেন। সুবিধামতো আক্রমণ চালিয়েছেন আফগানদের বোলিংয়ে। পেসার থেকে স্পিনাররা নিয়ন্ত্রণে রেখেছেন বাংলাদেশকে। কিন্তু মুশফিক ও সাকিব যতক্ষণ উইকেটে ছিলেন তার বেশিরভাগটা ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৬৮ রানের জবাবে ১৬২ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস।
আরআই