ম্যাচ সেরা মুশফিক


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।

টস জিতে ব্যাট করতে নেমে ১১৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তারপর জুটি বাঁধেন মুশফিক ও সাকিব। ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণের বেশিরভাগটাই আফগানদের হাতে চলে যায়। সেখান থেকে দলকে ম্যাচে ফেরান সাকিব ও মুশফিক। দুজনেই খুব সতর্ক হয়ে ব্যাট চালিয়েছেন। সুবিধামতো আক্রমণ চালিয়েছেন আফগানদের বোলিংয়ে। পেসার থেকে স্পিনাররা নিয়ন্ত্রণে রেখেছেন বাংলাদেশকে। কিন্তু মুশফিক ও সাকিব যতক্ষণ উইকেটে ছিলেন তার বেশিরভাগটা ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৬৮ রানের জবাবে ১৬২ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।