বিপিএল দিয়েই জাতীয় দলে ফেরার লক্ষ্য এনামুল হকের


প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৬ নভেম্বর ২০১৬

নিউজিল্যান্ড সফর ও অস্ট্রেলিয়ায় ক্যাম্পের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নেই এনামুল হক বিজয়। যে কারণে বিপিএলে নিজেকে উজাড় করে দেয়ার চেষ্টা করবেন তিনি। এনামুল হক বিজয়ও জানালেন, বিপিএল দিয়েই আবারো জাতীয় দলে ফেরার লক্ষ্য তার।

আজ রোববার শেরেবাংলায় অনুশীলন শেষে উপস্থিত সাংবাদিকদের এনামুল হক বলেন, ‘সবারই তো জাতীয় দলই মূল লক্ষ্য থাকে, আমার লক্ষ্যটাও আছে জাতীয় দলে ফিরে আসার। দেশের হয়ে খেলার বিষয়টা সবসময়ই মাথায় আছে। বিপিএল দিয়ে চেষ্টা করব আবার জাতীয় দলে ফেরার। আশা করি সুযোগ তো সবসসময় আসতেই থাকবে। কারণ ভালো খেলছি, ভালো খেলার প্রতিজ্ঞাবদ্ধ করে রেখেছি। অবশ্যই চেষ্টা করব এখানে ভালো খেলে আবার জাতীয় দলে ফেরার।’

এবার জাতীয় দলের প্রিলিমিনারি স্কোয়াডেও নেই আপনি। এটা কতখানি হতাশার? সরাসরি কোনো কিছু উল্লেখ না করলে ভেতরে পুরছে এনামুল হকের, ‘জাতীয় দল থেকে যখন ইনজুরির কারণে বাদ পড়লাম, তার পরেও দুই/তিনটা টুর্নামেন্টে সর্বোচ্চ কিংবা দ্বিতীয় সর্বোচ্চ রান করেছি। প্রিমিয়ার লিগও বেশ ভালো গেছে। সত্যি কথা বলতে বিপিএলটা ভালো যায়নি। কিন্তু সার্বিকভাবে প্র্যাকটিস ম্যাচগুলো বেশ ভাল খেলেছি। সবসসময়ই আশাবাদী জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামব। জাতীয় দলের সাদা ড্রেসটা পরে গ্রীন ক্যাপে মাঠে নামব, সবসময় এমনটাই আশাবাদী। আর এবার প্রাথমিক দলে নেই। নিজেকে ফিরে পেতে শতভাগ দিয়ে চেষ্টা করছি।’
 
এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।