চিটাগং ভাইকিংসকে চ্যাম্পিয়ন দেখতে চাই : এনামুল হক


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৬ নভেম্বর ২০১৬

বিপিএলের গত আসরে ব্যাট হাতে দারুণ লড়াই করেছিলেন তামিম ইকবাল। তবে চিটাগং ভাইকিংসের দলগত পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না! সেটা মাথায় রেখেই এবার দল গড়েছে তারা। ক্যারিবীয় দানব ক্রিস গেইলকে দলে টেনেছে চিটাগং ভাইকিংস। বোলিংয়ে রয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের আরেক বিস্ফোরক ব্যাটসম্যান ডোয়াইন স্মিথও রয়েছেন তামিমের দলে। চিটাগং ভাইকিংসে আছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক, আফগানিস্তানের মোহাম্মদ নবী, নিউজিল্যান্ডের গ্রান্ট এলিয়টরা। সব মিলে আসরের অন্যতম ফেবারিট হয়েই এবার মাঠে নামছে তামিমের দল! চিটাগং ভাইকিংসের টার্গেট একটাই, চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্ট শেষ করা।

হ্যাঁ, চিটাগং ভাইকিংসকে চ্যাম্পিয়ন দেখতে চান বাংলাদেশের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয়। আজ রোববার শেরেবাংলায় অনুশীলন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই চ্যাম্পিয়ন দেখতে চাই। চ্যাম্পিয়ন একটা বড় মঞ্চ। ভাগ্যের ব্যাপারও থাকে। কিন্তু আমি চাই যে প্রতিটি খেলোয়াড় মন খুলে খেলুক, এক হয়ে খেলুক। দলের জন্য খেলুক। চিটাগংয়ের মালিকটা খুবই ভালো, ম্যানেজমেন্ট খুবই ভালো। আমাদের সবসময় সাহায্য করছে, খোঁজখবর নিচ্ছে। তাদের জন্যও আমরা শিরোপা উপহার দেয়ার চেষ্টা করবো।’

গত মৌসুমে বিপিএলে ষষ্ঠ হয়েছিল চট্টগ্রাম। এবার আর সেটা চায় না তারা। বিজয় জানালেন, নিজেদের সেরাটা উজাড় করে খেলবেন তারা, ‘বিপিএলে এখনো চিটাগং ভাইকিংস চ্যাম্পিয়ন হতে পারেনি। তাদের একটা চ্যাম্পিয়নশিপ দিতে চেষ্টা করব। অবশ্যই চাইব নিজের সেরাটা উজাড় করে দিতে যাতে দল শিরোপা জিততে পারে। গতবার তারা ষষ্ঠ হয়েছিল। এর জন্য তাদের মন তো অবশ্যই খারাপ আছে। চেষ্টা থাকবে এবার তাদের মুখে হাসি ফোটাতে।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।