আফগানিস্তানকে জিতিয়ে দিল মার্কিন দূতাবাস


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বুধবার সকালে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শুরু হয়েছে মাত্র। ব্যাটিং করছিল বাংলাদেশ । ঠিক সেসময়ই আফগানিস্তানকে ম্যাচ জেতার জন্য অভিনন্দন জানিয়ে একটি টুইট করে মার্কিন দূতাবাস।

অবিশ্বাস্য হলেও সত্যিই এমনই কাণ্ড ঘটিয়েছে আফগানিস্তানে মার্কিন দূতাবাস। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসই তখন কেবলই শুরু হয়েছে। ১০ ওভার খেলা হয়েছে কি হয়নি। ম্যাচ শেষ হতে ঢের বাকি। আর সে সময়ই আফগানিস্তানে মার্কিন দূতাবাস টুইট করেছে, ‘ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের বিজয়ে অভিনন্দন’। এমন অদ্ভুত টুইট!

এই টুইট বেশ শোরগোল ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই ৩০০-র বেশি রিটুইট হয়। স্বাভাবিকভাবে বেশির ভাগই এমন টুইটের জন্য বিদ্রূপ করার সুযোগ ছাড়েনি। একজন তো এমনও মন্তব্য করেছেন, ‘তোমরা কি ম্যাচ পাতিয়েছ যে ম্যাচের শুরুতেই জানো, কাকে অভিনন্দন জানাতে হবে?’

সোসাল মিডিয়াতে ব্যাপক সমালোচনার পর টুইটটি সরিয়ে নেয় মার্কিন দূতাবাস। এএফপি

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।