চার হাজারী ক্লাবে সাকিব
অনন্য রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মানুকা ওভালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাইলফলকটি স্পর্শ করেন সাকিব।
একদিনের ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ২৩ রান প্রয়োজন ছিল সাকিবের। ইনিংসের ২৬তম ওভারে সৌম্য সরকার সাজঘরে ফেরার পর ব্যাটিংয়ে আসেন সাকিব। ২৩ রান তুলে নিতে ২৬ বল খরচ করেন সাকিব। তিনটি বাউন্ডারি হাঁকান বাহাতি এই ব্যাটসম্যান। এ রিপোর্ট লিখা পর্যন্ত সাকিবের রান ৪৩ বলে ৫০। বাংলাদেশের রান ৪২ ওভারে ৪ উইকেটে ২০৯।
আন্তর্জাতিক ক্রিকেটে এটি সাকিবের ১৪২তম ম্যাচ। এই ম্যাচের আগে ১৩৫ ইনিংসে ৩৪.৫৮ গড়ে সাকিব ৩৯৭৭ রান করেন। ৬টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ২৬টি হাফসেঞ্চুরির ইনিংসও।
বিএ/আরআইপি