ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১১৯ রান।
এর আগে টসে জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তামিম ও বিজয়ের উদ্ধোধনী জুটিতে আসে ৪৭ রান। খেলার চতুর্দশ ওভারের তৃতীয় বলে টাইগারদের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন তামিম। আশরাফের বলে আউট হওয়ার আগে ১৯ রান করেন টাইগার এই ব্যাটসম্যান। দলের স্কোরবোর্ডের সাথে আর ৫ রান যোগ করতেই আশরাফের বলে এলবিডল্ডিউর ফাঁদে পড়েন ২৯ রান করা আরেক ওপেনার এনামুল বিজয়।
এরপর ৫০ রানের জুটি গড়ে দলের হাল ধরেন সৌম্য আর মাহমুদউল্লাহ। ২৮ রানে সৌম্য আর ২৩ রানে মাহমুদউল্লাহ আউট হলে বিপদে পড়ে যায় টাইগাররা। সাকিব ১৩ আর ৩ রান নিয়ে ব্যাট করছে মুশফিক। আফগানদের পক্ষে আশরাফ ও শাপুর নিয়েছেন ২ টি করে উইকেট।
এমআর/আরআইপি