ঘরের মাঠে ম্যানসিটির ড্র


প্রকাশিত: ০৩:১৫ এএম, ০৬ নভেম্বর ২০১৬

আগের ম্যাচে মেসি-নেইমারদের উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল দল মিডলসব্রোর বিপক্ষে মাঠে নামে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। তবে অতিরিক্ত সময়ের গোলে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।    

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে চাপ সৃষ্টি করে খেলতে থাকে আগুয়েরো- ডি ব্রুইনরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৪৩ মিনিটে আগুয়েরোর গোলে লিড নেয় ম্যানসিটি। বেলজিয়ান তারকা ডি ব্রুইনের পাস থেকে গোলটি করেন আর্জেন্টাইন তারকা এই স্ট্রাইকার। ফলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।   

man

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে ম্যানসিটি। তবে উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে অতিথিরা। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন মার্টিন ডি রন। ফলে, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।