ঘরের মাঠে পয়েন্ট হারালো বায়ার্ন


প্রকাশিত: ০৩:০৭ এএম, ০৬ নভেম্বর ২০১৬

বুন্দেসলিগায় হোঁচট খেয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখক। ঘরের মাঠে হফেনহেইমের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শনিবার নিজেদের মাঠ অ্যালিনাঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বায়ার্ন। তবে ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিক দর্শকদের হতাশ করে হফেনহেইমকে এগিয়ে দেন কেরেম ডেমিরবাই।  নাদিম আমিরির বাড়ানো বলে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তুরস্কের তারকা এই মিডফিল্ডার।   

তবে, নিজেদের ভুলে এগিয়ে থাকা হয়নি হফেনহেইমের। খেলার ৩৪ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার স্টিভেন জুবেরের আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেলে বায়ার্ন। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে বায়ার্ন। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।  ১০ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার্ন। আড় সমান ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে হফেনহেইম।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।