সূচিতেও আসছে পরিবর্তন!


প্রকাশিত: ০২:০১ পিএম, ০৫ নভেম্বর ২০১৬

অবশেষে বৃষ্টিরই জয় হলো। বৃষ্টির দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে গভর্নিং কাউন্সিল। শনি ও রোববারের ম্যাচগুলো স্থগিত করা হয়। এর আগে প্রথম দিন একটি বলও মাঠে গড়াতে পারেনি। ফলে আগামী ৮ নভেম্বর মঙ্গলবার থেকে নতুন করে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। এমনকি ফ্র্যাঞ্চাইজিরা রাজি থাকলে নতুন করে হতে পারে শুক্রবারের ম্যাচ দুটিও। শনিবার সন্ধ্যায় বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

সংবাদ সম্মেলনে মল্লিক বলেন, ‘আপনারা জানেন, বিপিএলের এখন পর্যন্ত একটি বলও মাঠে গড়ায়নি। আবহাওয়ার যে পূর্বাভাস তাতে আগামী দুদিনেও খেলা হবার কোনো সম্ভাবনা নেই। তাই আজকের এবং আগামীকালের খেলাগুলো আমরা স্থগিত রেখেছি। সেক্ষেত্রে ৮ নভেম্বর থেকে আবার শুরু হবে এ টুর্নামেন্ট। এ দুদিনের খেলা আমরা গ্যাপ ডেতে খেলাবো। তবে প্রয়োজনে একদিনে তিনটি ম্যাচও হতে পারে। সেক্ষেত্রে প্রথম ম্যাচটি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।’

টুর্নামেন্টের দুদিনের খেলা স্থগিত করা হলেও সূচিতে তেমন বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। শুধু ৮ তারিখের ম্যাচ দুটির সময় পরিবর্তন হচ্ছে। আগের খেলাটা পরে এবং পরের খেলাটা আগে হবে। অর্থাৎ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংসের ম্যাচটি সন্ধ্যা ৭টার পরিবর্তে বেলা ২টায় অনুষ্ঠিত হবে। আর বেলা ২টার ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলসের ম্যাচটি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

এর আগে বিপিএলের প্রথম দিনে দুটি ম্যাচই বৃষ্টিতে ভেসে যায়। তবে ফ্র্যাঞ্চাইজিরা রাজি থাকলে সে ম্যাচগুলোও আবার নতুন করে অনুষ্ঠিত হতে পারে বলে জানান মল্লিক, ‘আপনারা জানেন, আগের দিনের দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। এক বলও মাঠে গড়ায়নি। তাই আমরা ফ্রায়ঞ্চাইজিগুলোকে জানিয়েছে যদি তারা রাজি থাকে তবে আমরা ম্যাচ দুটি আবার নতুন করে আয়োজন করতে পারি। যদিও আইনত এটা করা যায় না, তবে ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচার স্বত্ব, পৃষ্ঠপোষক সবাই রাজি থাকলে করা সম্ভব।’

আগের দিনের দ্বিতীয় ম্যাচের দুই দল রংপুর রাইডার্স এবং খুলনা টাইটান্সের ম্যানেজমেন্ট মৌখিকভাবে পুনরায় খেলার পক্ষে রাজি হয়েছে। তবে প্রথম ম্যাচের দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংসকেও জানানো হয়েছে। আজ রাতের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত আসলে দুটি ম্যাচই নতুন করে অনুষ্ঠিত হবে। তবে এবার একজনও রাজি না হলে দুটি ম্যাচের ভাগ্য আগের মতই থাকবে। অর্থাৎ সবার ১ পয়েন্টই বহাল থাকবে।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।