বিদেশেও এখন আমরা ভীত থাকি না : সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩ এএম, ০৫ নভেম্বর ২০১৬

গত বছর থেকেই দারুণ বদলে গেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পর টেস্ট ক্রিকেটেও সমান তালে খেলছে টাইগাররা। বিশেষ করে গত বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে জায়গায় করে নেয় বাংলাদেশ। বিদেশের মাটিতে এমন দুর্দান্ত পারফর্মেন্সে বদলে গেছে টাইগারদের আত্মবিশ্বাস। এখন বিদেশের মাটিতেও ভিত থাকেন না তারা, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান।

শনিবার ভারতের কলকাতা ভিত্তিক লিংক পেন এন্ড প্লাস্টিকস লিমিটেডের লিংক পেনস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন সাকিব। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আগে বিদেশ সফরে গেল আমরা ভীত থাকতাম। কেমন করবো এ নিয়ে আলাদা ভাবনা কাজ করতো। বিশ্বকাপে ভালো খেলায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। পেসারররা খুব ভালো করছে। স্পিন-পেস দুটি বিভাগেই ভালো হচ্ছে। আশা করি ভালো কিছুই হবে।’

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে সামনে থেকে লড়াই করে হারলেও দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে তারা। তবে সাকিবের মতে এটা থেকে আরও আত্মবিশ্বাস বেড়েছে তাদের। সানে এর থেকেও বড় বড় জয় উপহার দেবেন তারা।

‘আমরা টেস্ট ম্যাচ তেমন জিতি না। এটা অনেক বড় ব্যাপার। এজন্য সবাই গর্ববোধ করে। বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটা। তবে এটা তো কেবল শুরু। সামনে এমন দিন আরও আসবে।’

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। তবে এর আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করবে টাইগাররা। এটা নিউজিল্যান্ড সিরিজে জন্য ভালো প্রস্তুতি বলে মনে করেন সাকিব, ‘ওখানে (নিউজিল্যান্ড) আমাদের জন্য সহজ হবে না। তাই প্রস্তুতি ভালো হওয়া উচিত। নিউজিল্যান্ড সফরে যাওয়া আগে অস্ট্রেলিয়ায় আমাদের ক্যাম্প খুব কাজে দেবে। আশা করি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো।’

আরটি/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।