বিপিএলের দ্বিতীয় দিনের খেলা নিয়েও শঙ্কা


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০৫ নভেম্বর ২০১৬

বৃষ্টির কারণে ইতোমধ্যেই বাতিল হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনের  কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স এবং খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচ দুটি। শনিবার দ্বিতীয় দিনের দুটি ম্যাচকেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

সাগরে সৃষ্টি গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকেই সারাদেশেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। আজ সকালে বৃষ্টি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টির মাত্রা বেড়ে যাচ্ছে।  

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজও মিরপুরে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন ৩ মিলিমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস।

 উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস। আর সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ দুটি মিরপুর থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।