যশোরে বন্দুকযুদ্ধে নিহত ২
যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত `বন্দুকযুদ্ধে` দুই জামায়াতকর্মী নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার বেগারিতলা এলাকায় এ `বন্দুকযুদ্ধের` ঘটনা ঘটে।
নিহত দুই জামায়াতকর্মী হলেন উপজেলোর জয়পুর গুপেরহাট এলাকার বাসিন্দা আবু সাঈদ (৩৬) ও বজলুর রহমান (৩৮)। এ `বন্দুকযুদ্ধের` ঘটনায় মণিরামপুর থানার চার পুলিশ সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে ১২টি পেট্রলবোমা, নয়টি হাতবোমা, একটি ওয়ানশুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ জয়পুর গ্রাম থেকে জামায়াতকর্মী আবু সাঈদ ও বজলুর রহমানকে আটক করে।
আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নাশকতা পরিকল্পনার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোরে উপজেলার বেগারিতলা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় আবু সাঈদ ও বজলুর রহমানের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে দু’পক্ষের মধ্যে `বন্দুকযুদ্ধ` হয়। এই `বন্দুকযুদ্ধের` মধ্যে পড়ে আবু সাঈদ ও বজলুর রহমান নিহত হন। আহত হন মণিরামপুর থানার এসআই তাসনিম ও তিন পুলিশ কনস্টেবল।
নিহতদের বিরুদ্ধে জয়পুর গ্রামে তাণ্ডব, অগ্নিসংযোগ মামলাসহ বিভিন্ন অভিযোগে অন্তত অর্ধডজন মামলা রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মণিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
বিএ/আরআইপি