নিজস্ব শটের খোঁজে নেমেছেন মুশফিক


প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৪ নভেম্বর ২০১৬

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠের এক প্রান্তে একান্ত মনে ব্যাট প্র্যাকটিস করে যাচ্ছেন মুশফিকুর রহীম। তবে যে শটগুলো তিনি খেলে যাচ্ছেন, সেগুলোয় কোন কেতাবীয় ঢং নেই। ক্রিকেটের ভাষায় একে ঝুঁকিপূর্ণ শটই বলা হয়ে থাকে; কিন্তু একের পর এক স্কুপ, স্লগ সুইপ খেলছিলেন বরিশাল বুলসের অধিনায়ক।

অথচ মুশফিককে বলা হয় বাংলাদেশের সবচেয়ে পারফেক্ট ব্যাটসম্যান। হঠাৎ এমন শট খেলার কারণ কি?
জানতে চাইলে মুশফিক বলেন, ‘বোলারদের যেমন অনেক ভেরিয়েশন থাকে, ব্যাটসম্যানদের তেমন কিছু থাকা দরকার। না হলে টি-টোয়েন্টিতে সাফল্য পাওয়া অনেক কঠিন।’

কিন্তু এমন সব ঝুঁকিপূর্ণ শট ছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটে অনায়াসে রান করা যায়, যার উদাহরণ ক্রিস গেইল কিংবা এবি ডি ভিলিয়ার্সের মত ব্যাটসম্যানরা। তবে মুশফিকের মতে সবাই পাওয়ার হিটার হয়ে জন্ম নেয় না। নিজস্ব কিছু শটের মাধ্যমেই রান করে এ সংস্করণে টিকে থাকতে হয়।

‘অধিকাংশ খেলোয়াড় তো আর ওই রকম পাওয়ার হিটার হয় না, ক্রিস গেইলের মত। তাই আপনার শক্তিমত্তা অনুযায়ী কিছু রাখতে হবে। সেটার একটা অনুশীলন শুরু করলাম। কালকে আমাদের প্রথম ম্যাচ, আমরা ফোকাস রাখছি, যেন জয় দিয়ে শুরু করা যায়।’

কাগজে কলমে শক্তিশালী দল না হলেও বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে বরিশাল। বিশেষ করে দেশীয় পেসারদের সঙ্গে স্পিনারদের দারুণ সমন্বয়ে আক্রমণাত্মক বোলিং তাদের। তাই নিজের দল নিয়ে সন্তুষ্ট মুশফিক আশা করছেন সবাই সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু সম্ভব।

‘সত্যি বলতে কি আমাদের দলটা হয়তো কাগজে কলমে অত শক্তিশালী নয়। এমন কোন সুপার স্টারও নেই; কিন্তু কার্যকরী কিছু খেলোয়াড় আছে যারা কি না টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক ভাইটাল হয়ে উঠতে পারে। আমাদের যে সম্ভাবনাময়ী নাম রয়েছে, সেটার সুবিচার করতে পারলে ইনশাল্লাহ ফলাফল আমাদের পক্ষে আসবে।’

উল্লেখ্য, শনিবার দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে নামবে মুশফিকের বরিশাল বুলস।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।