লঙ্কাবাংলার পর্ষদ সভা বুধবার


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

এর আগে ১৬ ফেব্রুয়ারি সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণবসত বোর্ড সভা স্থগিত করা হয়।

আর্থিক খাতের এ কোম্পানিটি ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৩শ` কোটি ও ২০৮ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির মোট ২০ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ২৯৫টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৩৮ দশমিক ৬৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬১ দশমিক ৩৩ শতাংশ শেয়ার।

# লঙ্কাবাংলার পর্ষদ সভা স্থগিত

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।