জয়ের অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০২ নভেম্বর ২০১৬

শারজা টেস্টে ভালো অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে জয়ের অপেক্ষায় রয়েছে তারা! যদি শেষ দিনে কোনো অঘটন না ঘটে, তাহলে দীর্ঘ বিরতির পর জয়ের মুখটা দেখবে ক্যারিবিয়রা। আজ বুধবার পাকিস্তানের ছুড়ে দেয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১১৪ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৯ রান, হাতে আছে পাঁচটি উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে বসেছিলেন ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজ। এই পাঁচটি উইকেটই দখলে নিয়েছেন পাকিস্তানের এই দুই বোলার। নামের প্রতি সুবিচার করতে পারেননি ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলসরা।

তবে ষষ্ঠ উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই উইকেটে দলের স্কোরশিটে ৪৭* রান যোগ করেন ক্রেইগ ব্রাফেট ও ডরউইচ। দিন শেষে ব্রাফেট ৪৪ রানে ও ডরউইচ ৩৬ রানে অপরাজিত আছেন।

এর আগে ৪ উইকেটে ৪৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। এদিন খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ব্যক্তিগত ৯১ রানে আজহার আলি ও ৪২ রানে সরফরাজ আহমেদ বিদায় নিলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২০৮ রানে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে পাঁচ উইকেট নিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার। তিনটি উইকেট পকেটে পুরেছেন বিশু। আর একটি উইকেট গেছে রস্টন চেইজের দখলে।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।