এবার ভারতের টেস্ট দলে হার্দিক পান্ডিয়া


প্রকাশিত: ১২:০৪ পিএম, ০২ নভেম্বর ২০১৬

ভারত জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছেন হার্দিক পান্ডিয়া। নামের প্রতি সুবিচার করতে পেরেছেন তিনি! এবার ভারতের টেস্ট দলে জায়গা পেলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য বিসিসিআইয়ের ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে পান্ডিয়াকে। আছেন গৌতম গম্ভীরও। ইনজুরি কারণে দল থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমার।

আগামী ৯ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজকোটে। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, গৌতম গম্ভীর, বরীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, মোহাম্মদ সামি, চেতশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, করুন নায়ার, মুরালি বিজয়, উমেশ যাদব, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা ও জয়ন্ত যাদব।

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।