টিম স্পিরিট দিয়েই বিপিএল জিততে চান সোহান


প্রকাশিত: ১০:৫৬ এএম, ০২ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক আসর পর আবার ফিরে এসেছে রাজশাহী। তবে ফ্র্যাঞ্চাইজি বদল হয়ে এবার রাজশাহী কিংস নামে ফিরে এসেছে তারা। এ দলের অধিকাংশ খেলোয়াড়ই নবীন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বে মাঠে নামবে তারা। তবে তারুণ্য নির্ভর দলের টিম স্পিরিটকেই মূলমন্ত্র বলছেন দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করতে আসেন সোহান। অনুশীলন শেষে তিনি বলেন, ‘আসলে আমাদের দলটা অনেক তরুণ দল। টিম স্পিরিটটা অনেক ভালো আছে। টি-টোয়েন্টিতে দরকার টিম স্পিরিটটা। আমার মনে হয়, এটা আমরা শতভাগ দিতে পারবো। আর বাকিটা মাঠে দেখার বিষয় কতটুকু পারফর্ম করতে পারি। ইনশাল্লাহ ভালো কিছুই হবে।’

এবার রাজশাহী কিংসে সোহানের সঙ্গে খেলছেন মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের মূল জয়ের নায়কই এ নবীন। তাই তাকে দলে পেয়ে দারুণ খুশি সোহান। বিপিএলেও মিরাজের কাছে এমন কিছু আশা করছেন তিনি।

‘মিরাজ দলে থাকা অনেক বড় একটা ব্যাপার। শেষ যে টেস্ট সিরিজ হয়েছে সেখানে প্রায় ও একাই ভালো পারফরম্যান্স করে বাংলাদেশকে জিতিয়েছে। এটা আমাদের অনেক বেশি কাজে দেবে, ও থাকাটা আমাদের অনেক বেশ অনুপ্রাণিত করবে। মূল জিনিসটা হচ্ছে মাঠে পারফরম্যান্স করতে হবে। ও আমাদের যেমন আমাদের সমর্থন দেবে তেমনি আমাদেরও দিতে হবে।’

শেষ দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ড্যারেন সামির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাকে অধিনায়ক হিসেবে পেয়ে উজ্জীবিত সোহান। তবে দলটি তরুণ হওয়ায় সবার কাছ থেকে ফিল্ডিংয়ে দারুণ কিছু আশা করছেন এ নবীন, ‘মূল যে জিনিসটা টি-টোয়েন্টিতে ফিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ থাকে। যেহেতু আমাদের তরুণ দল, তাই শতভাগ দিয়ে যাতে ফিল্ডিংটা ভালো করার চেষ্টা করবো।’

আরটি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।