শেষ ষোলোতে আর্সেনাল-বায়ার্ন


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ০২ নভেম্বর ২০১৬

প্রথমে দুই গোলে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তে ওজিলের দুর্দান্ত গোলে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় নিশ্চিত করেছে আর্সেন ওয়েঙ্গারের দল। দিনের অপর ম্যাচে লেভানডফস্কির জোড়া গোলে রাশিয়ার ক্লাব রোস্তোভকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিক।  

বুলগেরিয়ার ক্লাব লুদোগোরেতসের মাঠে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ফ্রি কিক থেকে উড়ে আসা বল কাছ থেকে বাঁ পায়ের টোকায় জালে জড়ান জোনাথান কাফু। প্রথম গোল হজমের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় গোল খায় আর্সেনাল। ম্যাচের ১৫ মিনিটে কাফুর বাড়ানো বলে দারুণ ফ্লিকে লক্ষ্যভেদ করেন কেসেরু।  

bayarn

ম্যাচের ২০ মিনিটে ওজিলের ক্রসে গোল করে দলকে খেলায় ফেরায় জাকা। আর ৪১তম মিনিটে অ্যারন র্যািমসির দারুণ ক্রসে কাছ থেকে হেডে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান জিরুদ। ফলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে দারুণ এক চিপে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান ওজিল। আর এ গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় আর্সেনালের।   

এদিকে দিনের অপর ম্যাচে রাশিয়ার ক্লাব রোস্তোভের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে পরে বায়ার্ন। তবে ৩৪তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান লেভানডফস্কি। আর ম্যাচের ৭৩ মিনিটে কোনাকুনি এক শটে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে জয় নিশ্চিত করেন পোল্যান্ডের এ স্ট্রাইকার।
 
এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।