১৬ কোটি রুপিতে বিক্রি হলেন যুবরাজ


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

২০১৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য রেকর্ড ১৬ কোটি রুপিতে বিক্রি হলেন ভারতের মৃত্যুঞ্জয়ী ক্রিকেটার যুবরাজ সিং। তাকে কিনে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। গত আসরেও রেকর্ড ১৪ কোটি রুপিতে যুবরাজকে দলে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ফর্মহীনতার কারনে ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি যুবরাজের। কিন্তু যুবরাজকে নিয়ে হৈচৈ এখনো রয়েছে ভারতের ক্রিকেট মহলে। তার প্রমান আরও একবার মিললো আইপিএলের অষ্টম আসরের নিলাম অনুষ্ঠানে।

যুবরাজকে দলে ভেড়াতে উদগ্রীব ছিলো ফ্র্যাঞ্চাইজি দলগুলো। শেষপর্যন্ত দলে ভেড়ানোর লড়াইয়ে জয়ী হয়েছে দিল্লি ডেয়াডেভিলস। রেকর্ড ১৬ কোটি রুপিতে যুবরাজকে দলে নেয় দিল্লি।

দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৫০ কোটি রুপি দীনেশ কার্তিককে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গত আসরে ১২ দশমিক ৫০ কোটি রুপিতে দিল্লিতে খেলেছিলেন দীনেশ। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৭ দশমিক ৫০ কোটি রুপিতে শ্রীলংকার এ্যাঞ্জেলো ম্যাথুজকে কিনেছে দিল্লি।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।