সঠিক কম্বিনেশনের খোঁজে মাশরাফির কুমিল্লা


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০১ নভেম্বর ২০১৬

গত আসরেও সেরা একাদশের সঠিক কম্বিনেশন নিয়ে ভুগতে হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। বাড়তি একজন ব্যাটসম্যান খেলাতে গেলে কাটা পড়ে যেতো একজন বোলার। আবার পাঁচ জন বোলার নিয়ে খেলতে গেলে ব্যাটসম্যান পেত ছয়টা। তবে আসরের মাঝে পাকিস্তানি আসহার জাইদির উত্থানে দারুণ কম্বিনেশনই পেয়ে যায় তারা। এবার সে সমস্যা থেকে মুক্তি পেতে এক মাস আগে থেকে অনুশীলন করে আসছে কুমিল্লা। যদিও সঠিক কম্বিনেশন এখনও খুঁজে পাননি বলে জানালেন দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে দলের অনুশীলন শেষে বাবুল বলেন, ‘এতদিন আমরা সেরা একাদশের চারজন খেলবে এরকম নিয়ে অনুশীলন করেছি। সে ক্ষেত্রে বিদেশি কিংবা যারা জাতীয় দলে ছিল তদের একসঙ্গে পাইনি। আজকেই পুরো দলকে একসঙ্গে পেয়েছি, তারপরও ইমরুল নেই। তাই কম্বিনেশনটা আজ থেকে গড়তে শুরু করবো। একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরীর জন্য এটা খুব দরকার, এমনকি ভাল ফলাফলের জন্যও।’

গত বছর গড়পড়তা দল নিয়েও চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। তাই স্বাভাবিকভাবেই শিরোপা ধরে রাখার চাপ অনুভব করছেন কোচ। পাশাপাশি দলের সকল খেলোয়াড়ও সে চাপ অনুভব করছেন বলে জানান তিনি।
যদিও চাপ নিয়েই কাজ করতে অভ্যস্ত তিনি। তাই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন কোচ। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে, শিরোপা ধরে রাখা সম্ভব হবে তাদের জন্য বলে মনে করেন বাবুল।

‘চাপটা আমার উপরেই বেশি। যারা খেলোয়াড় আছে, তাদের উপরেও চাপ আছে। গতবারের আমরা চ্যাম্পিয়ন ছিলাম বলে সেটা ধরে রাখার একটা বাড়তি একটা চাপ থাকে। যদিও আমরা যারা কোচিং স্টাফ বা খেলোয়াড় আছি তাদের এগুলো নিয়েই কাজ করতে হয়। এটা এমন কোন ব্যাপার না। আমাদের যে পরিকল্পনা আছে তা নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের পথে এগিয়ে যাব, চেষ্টা করবো শিরোপা ধরে রাখতে।’

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমারদের নেওয়ার চেষ্টা করেছে কুমিল্লা। তাই শিরোপা ধরে রাখার মিশনে দেশি খেলোয়াড়দের উপরই বেশি নির্ভর করছেন বাবুল। এছাড়াও সাম্প্রতিক পারফরমাদের থেকেই বিদেশি খেলাওয়াড় বাছাই করেছেন। তাই দেশি-বিদেশি, তরুণ-অভিজ্ঞদের নিয়ে সঠিক কম্বিনেশন গড়েই শিরোপা ধরে রাখার মিশনে নামবেন বলে জানান এ কোচ।

‘স্থানীয় খেলোয়াড়দের ক্ষেত্রে এবং বিদেশি যারা আমাদের দলে এসেছে, সবাই সাম্প্রতিক সময়ে ভালো পারফরমার। এটাই মুল শক্তি। যেমন ইমরুল কায়েস খুব ভাল অবস্থানে আছেন। লিটন, ইমাদ ওয়াসিম, জায়েদি ঘরোয়া ক্রিকেটে ভাল করেছে। এটা আমাদের দলের জন্য একটা প্লাস পয়েন্ট।’

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।