নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা


প্রকাশিত: ০৪:০৩ এএম, ০১ নভেম্বর ২০১৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান দল। আর এ সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন শারজিল খান ও মোহাম্মদ রিজওয়ান।

ঘোষিত স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন টেস্ট সিরিজের দলে থাকা জুলফিকার বাবরের স্থান হয়নি। নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটের কথা চিন্তা করে দলে ডাকা হয়েছে পাঁচজন পেসারকে। এছাড়া স্পিন আক্রমণে ইয়াসির শাহ আর সদ্যই ক্যারিবীয়দের বিপক্ষে অভিষিক্ত মোহাম্মদ নওয়াজ তো থাকছেনই।

টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পাওয়া বাঁহাতি ব্যাটসম্যান শারজিল খান ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলেও, পাকিস্তানের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন দুজনেই। নভেম্বরের ১৭ তারিখে ক্রাইস্টচার্চে প্রথম টেস্টটি শুরু হবে।

পাকিস্তান দল
মিসবাহ-উল-হক, আজহার আলী, সামি আসলাম, শারজিল খান, ইউনিস খান, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, সোহাইল খান, ইমরান খান।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।