সেল্টা ভিগোর কাছে অ্যাটলেটিকোর হার


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

সেল্টা ভিগোর ঘরের মাঠ এস্টাডিও ব্যালাইডসে গিয়ে ২-০ গোলের পরাজয় বরণ করে আসতে হলো দিয়েগো সিমিওনের দল অ্যাটলেটিকো মাদ্রিদকে।

নয় নম্বরে থাকা সেল্টা ভিগোর কাছে যে এভাবে ফার্নান্দো তোরেসদের আটকে যেতে হবে তা ভাবতেও পারেনি অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে কিংবা দলটির সমর্থকরাও।

খেলার ৫৯ মিনিটে নোলিতোর পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। এরপর ৭১ মিনিটে ফের ওরেলানার গোল করলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সিমিওনের দলকে।

এ পরাজয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার চেয়ে যথাক্রমে ৭ ও ৬ পয়েন্টে পিছিয়ে পড়লো দিয়েগো সিমিওনের দল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।