মঙ্গলবার ফিরছে হকি দল


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ৩১ অক্টোবর ২০১৬

জার্মানিতে ক্যাম্প এবং পোল্যান্ড ও অস্ট্রিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলে আগামীকাল (মঙ্গলবার) দেশে ফিরছে জাতীয় হকি দল। দুপুর ১২টায় জিমি-চয়নদের ঢাকায় এসে পৌঁছানোর কথা।

গতকাল (রোববার) অস্ট্রিয়া যুব দলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে হকি দল ফিরে গেছে জার্মানিতে। শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ২-১ গোলে। অস্ট্রিয়া যুব দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে একটি ড্র করেছে এবং দুটি হেরেছে।

প্রথম ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে দ্বিতীয় ম্যাচ হেরেছে ৪-০ গোলে। এর আগে বাংলাদেশ হকি দল পোল্যান্ডে ৫টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেখানে তিনটিতে ড্র করে দুটিতে হেরেছে বাংলাদেশ।
 
আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ। এ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই জাতীয় দলের জার্মানিতে এই কন্ডিশনিং ক্যাম্প। ঢাকায় ফেরার পর আরো কয়েকদিন অনুশীলন করে হংকং চলে যাবে দল।

আরআই/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।