কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ৫ বিদেশি


প্রকাশিত: ০৭:৩১ এএম, ৩১ অক্টোবর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে যোগ দিয়েছেন পাঁচ বিদেশি ক্রিকেটার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে মাঠ মাতাতে গত আসরের টুর্নামেন্ট সেরা আসহার জাইদি, ইমাদ ওয়াসিম, আহমেদ শেহজাদ, সোহেল তানভীর, রশিদ খান দলের সঙ্গে যুক্ত হয়েছেন। ঢাকায় পৌঁছেই বিকেএসপিতে দলের সঙ্গে অনুশীলন করেছেন আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় মারলন স্যামুয়েলস, পাকিস্তানি ব্যাটসম্যান খালিদ লতিফ এবং শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা টুর্নামেন্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন।

cumilla

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে যোগ দিয়ে গত আসেরর টুর্নামেন্ট সেরা আসহার জাইদি বলেন, ‘ভিক্টোরিয়ান্সের হয়ে আবারো মাঠে নামবো, এটা আমার জন্য আনন্দের। গত আসরের অভিজ্ঞতা ছিল দারুণ। আমি এবারো দলের জয়ের লক্ষ্যে মাঠে নামবো। ব্যক্তিগত অর্জন থেকে দলের জয়টা জরুরি। এবারের দলটা ভালো হয়েছে। শিরোপা ধরে রাখতে হবে, এটার কোনো বিকল্প নেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়াই সবার মধ্যে প্রত্যাশাটা বেশি। এখানে খেলাটা আমি উপভোগ করি।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।