আলিম দারকে ছেঁটে ফেললো আইসিসি


প্রকাশিত: ০৩:৪০ এএম, ৩১ অক্টোবর ২০১৬

আলিম দার, বিশ্বমানের একজন আম্পায়ার। তা না হলে কি আর আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার হতে পারেন? তবে  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানি এই আম্পায়ারকে ছেঁটে ফেললো ভারত ও ইংল্যান্ড সিরিজ থেকে। কেন?

পারফরম্যান্স কিংবা কোনো বিতর্কিত ঘটনার জন্য নয়। ভারতে পাকিস্তানিদের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তাছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) চাচ্ছিল না ভারতের বিপক্ষে কোনো পাকিস্তানি আম্পায়ার ম্যাচ পরিচালনা করুক।

সম্প্রতি কাশ্মির ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানে চলছে টানটান উত্তেজনা। সেই সাপে-নেউলে সম্পর্কের প্রভাব পড়েছে খেলাধুলায়ও। সদ্যসমাপ্ত কাডাবি বিশ্বকাপে পাকিস্তানের খেলোয়াড়দের ভারতে খেলতে আসতে দেয়া হয়নি। ভারত হয়তো তার-ই জবাব দিলো আলিম দারকে প্রত্যাখ্যান করে।

এদিকে, আলিম দারের অনুপস্থিতিতে কুমার ধর্মসেনাকে ভারত-ইংল্যান্ড সিরিজে আম্পায়ারের দায়িত্ব দিতে পারে আইসিসি।
এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।