‘ইংলিশ ক্রিকেটের জন্য ভয়ঙ্কর দিন’


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ৩০ অক্টোবর ২০১৬

বাংলাদেশ সফরে আসার আগেও হয়তো ইংলিশরা ভাবেননি, টাইগারদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। ওয়ানডে সিরিজ তো হারতেই বসেছিল তারা। ভাগ্যিস, শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিততে সক্ষম হয় জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

এদিকে অ্যালিস্টার কুকের অধীনে প্রথম টেস্টে (চট্টগ্রামে) জয় পেতে বেগ পোহাতে হয়েছিল। দ্বিতীয় টেস্টে (ঢাকায়) তো ১০৮ রানেই পরাজয় বরণ করেছে তারা। স্বাগতিক বাংলাদেশের দেওয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুভ সূচনাই করেছিল ইংল্যান্ড। বিনা উইকেটে ১০০ রান তুলেছিল তারা। তবে সাকিব-মিরাজের ঘূর্ণিতে এক সেশনেই অলআউট হয়ে যায় তারা।

এই পরাজয়ের পর কুক-স্টোকসদের সমালোচনায় মেতে উঠেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। দলটির সাবেক অধিনায়ক মাইকেল ভনই যেমন টুইট বার্তায় জানালেন, ‘আজ ইংলিশ ক্রিকেটের জন্য ভয়ঙ্কর দিন। কিন্তু বাংলাদেশের জন্য দারুণ মুহূর্ত। দুটি ম্যাচেই টাইগাররা অসাধারণ পারফর্ম করেছে।’

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।