ওয়ালশের জন্মদিনে বাংলাদেশের উপহার


প্রকাশিত: ১১:১৮ এএম, ৩০ অক্টোবর ২০১৬

মেহেদী হাসান মিরাজের অসাধারণ নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার সিরিজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের ১০৮ রানের জয় পেয়েছেন টাইগাররা। ঐতিহাসিক এই জয়টি বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের জন্মদিনে উপহার দিলেন তারা।

আজ ৩০ অক্টোবর। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী বোলার ওয়ালশের ৫৪তম জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে জ্যামাইকার কিংস্টনে জোয়ান ওল্যাস্টন ও এরিক ওয়ালশ দম্পতির ঘর আলো করে আসেন কোর্টনি ওয়ালশ।

খুব বেশি দিন হয়নি, বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন ওয়ালশ। তবে এই সময়ের মধ্যেই সবার মন জয় করে নিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তী। বাংলাদেশ দল নিয়ে তার আন্তরিকতা চোখে পড়ার মতোই।

প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে প্রথম ৫০০ উইকেটের মালিক তিনি। ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ওয়ালশের। আর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০০১ সালে। ১৩২টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ৫১৯ উইকেট। ২০৫টি ওয়ানডে খেলে নিয়েছেন ২২৭ উইকেট।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।