বোলারদের দিকে তাকিয়ে তামিম


প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৮ অক্টোবর ২০১৬

ঢাকা টেস্টেও রয়ে গেল চট্টগ্রাম টেস্টের মত প্রথম ইনিংসের আক্ষেপ। ওই টেস্টে পাঁচ উইকেটে ২২১ রানের পর টাইগাররা শেষ হয় ২৪৮ রানে। তবে আজকের বিপর্যয় আরও ভয়াবহ। এক উইকেটে ১৭১ রানের পর আর ৪৯ রান করতে তারা হারায় শেষ নয় উইকেট।

যদিও আশার কথা, ইংলিশদের প্রথম ইনিংসে বাংলাদেশ ইতিমধ্যেই তুলে নিয়েছে তিন উইকেট। দ্বিতীয় দিনে বোলাররা ভালো বল করতে পারলে এ রানেই লড়াই করতে পারবেন বলে বিশ্বাস করেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা আরও ১০০ রান এ উইকেটে প্রত্যাশা করেছিলাম। ভালো একটি দিক হচ্ছে, আমরা ৩টি উইকেট নিতে পেরেছি। এ মুহুর্তে লড়াই সমান আছে। সকালে যদি আমরা দ্রুত ২টা উইকেট তুলে নিতে পারি তাহলে, ম্যাচ আমাদের হাতে আসতেও পারে।’

নিজেদের প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয়ে যাবার পর ইংলিশদের প্রথম ইনিংসে তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। বৃষ্টি না আসলে আরও ১০ ওভার খেলা হতো এদিন। সে ক্ষেত্রে শেষ বিকেলে আরও এগিয়ে যাওয়ার সম্ভবনা ছিল টাইগারদের। তবে এখনও নিজেদের বোলারদের উপর বিশ্বাস রয়েছে তামিমের।

শনিবার সকালে দ্রুত উইকেট নিতে পারলে বাংলাদেশই এগিয়ে থাকবে বলে বিশ্বাস করেন তিনি। ‘ব্যাটিংয়ে আমরা দলীয়ভাবে ভালো করতে পারিনি। তারপরও গুরুত্বপূর্ণ ৩টি উইকেট পেয়েছি। উইকেটে বল বেশ টার্ন করছে। স্পিনাররা ভালো বল করছ। আশা করছি কাল সকালে ভালো একটি শুরু করতে পারব। তাদেরকে দ্রুত অলআউট করার চেষ্টা থাকবে। সকালটা যদি ভালো হয়, এ রানের মধ্যেই একটা ভালো খেলা হওয়া সম্ভব।’

উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম টেস্টে দারুণ লড়াই শেষে ২২ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সমতা ফেরাতে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। এ জয়ের জন্য তামিমসহ বোলারদের দিকেই তাকিয়ে আছে পুরো বাংলাদেশ।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।