ফিলিস্তিনের সঙ্গে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ভারত


প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৬ আগস্ট ২০১৪

যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের বিপক্ষে আগামী অক্টোবর মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় সিনিয়র ফুটবল দল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অক্টোবরের ৬ ও ৯ তারিখ ভারতীয় জাতীয় দল ফিফা র‌্যাং কিংয়ের ৮৫তম স্থানে থাকা দলটির বিপক্ষে ম্যাচ দুটিতে মুখোমুখি হবে। তবে ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

র‌্যাং কিংয়ের ১১৫তম স্থানে থাকা ভারত সর্বশেষ ২০১৩ সালের ফেব্রুয়ারিতে কোচিতে সদ্য এএফসি চ্যালেঞ্জ কাপ বিজয়ী দলটির মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে ভারত ২-৪ ব্যবধানে পরাজিত হয়।

জাতীয় দল ছাড়াও অনূর্ধ্ব-২৩ দল আগামী ১৭ ও ২০ আগস্ট ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে এআইএফএফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।