২২০ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৮ অক্টোবর ২০১৬

দ্বিতীয় উইকেটে ১৭০ রানের দারুণ এক জুটির পর হঠাৎই ছন্দপতন বাংলাদেশ শিবিরে। মনে হচ্ছিল, ঢাকা টেস্ট ফিরে গেলো চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে। ওই ইনিংসে ২৭ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছিল শেষ ৬ উইকেট।  ঢাকা টেস্টের প্রথম ইনিংসে আজও একই অবস্থা। ১ উইকেটে ১৭১ থেকে বাংলাদেশ অলআউট ২২০ রানে। অর্থ্যাৎ তামিমের বিদায়সহ হিসেব করলেন শেষ ৪৯ রানেই ৯ উইকেট হারিয়েছে বাংলাদেশ।  

টস জিতে ইংলিশদের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ১ রান করে ক্রিস ওকসের বলে বেন ডাকেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই টাইগার ওপেনার। এরপর মুমিনুলকে নিয়ে দলের হাল ধরেন তামিম।

২০ বল মোকাবেলা করে প্রথম রানের দেখা পাওয়া ইকবাল ৬০ বলে তুলে নেন নিজের হাফ সেঞ্চুরি। এরপর ১৩৯ বলে ১২ চারের সাহায্যে দেখা পান ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির। শেষ পর্যন্ত ১৪৭ বলে ১০৪ রান সংগ্রহ করে মঈন আলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।  

তামিমের আউটের পর দ্রুত বিদায় নেন মুমিনুল এবং মাহমুদউল্লাহও। মইন আলির ফুল লেংথ বল পেছনের পায়ে খেলতে গিয়ে ব্যক্তিগত ৬৬ রান করে বোল্ড হয়ে ফিরেন মুমিনুল হক। আর বেন স্টোকসের অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে অধিনায়ক অ্যালিস্টার কুকের কাছে ক্যাচ দেন মাহমুদউল্লাহ (২৬ বলে ১৩)।

স্টোকসের পর আবার টাইগার শিবিরের আঘাত হানেন মঈন আলি। টাইগার অধিনায়ক মুশফিককে (৪) কুকের তালুবন্দি করান এই অফস্পিনার। এরপর বেন স্টোকসের বলে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দেন কোন রান না করা সাব্বির।

পেসার শফিউলকে বাদ দিয়ে একাদশে ফেরা শুভাগত হোমকে নিয়ে জুটি বাধেন সাকিব আল হাসান। শেষ ভরসা হিসেবে ছিলেন এই জুটি; কিন্তু দীর্ঘ বিরতি দিয়ে একাদশে ফেরার শুভাগত হোম আস্থার প্রতিদান দিতে পারলেন না। ১৮ বল খেলেও যেন তাড়াহুড়া শুরু করলেন।

ফল যা হওয়ার তাই হলো। ক্রিস ওকসের আউট সুইংগার বলে খোঁচা দিলেন। বল ব্যাটের কানা চুমি দিয়ে গিয়ে জমা পড়লো উইকেটরক্ষক জনি বেয়ারেস্টোর হাতে। ক্রিস ওকসের একটি বলকে খোঁচা দিতে গেলেন সাকিব আল হাসানও। ব্যাটের কানায় লেগে অবশেষে সেই বল গিয়ে জমা পড়লো উইকেটরক্ষক বেয়ারেস্টোর হাতে।

শেষ ব্যাটসম্যান হিসেবে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং কামরুল ইসলাম রাব্বি। এই তিনজনের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তারা পারলেনও না। মিরাজ এবং রাব্বিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফিরিয়ে দিলেন মঈন আলি। ২২০ রানেই অলআউট হয়ে গেলো বাংলাদেশ।

ঘূর্ণি বিষ দিয়ে একাই ৫ উইকেট তুলে নিলেন মঈন আলি। ১৯.৫ ওভার বল করে ৫৭ রান দিয়ে এই উইকেটগুলো নেন তিনি। ৯ ওভার বল করে ৩ উইকেট নেন ক্রিস ওকস এবং ১১ ওভার বল করে ২ উইকেট নেন বেন স্টোকস।

সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ (ব্যাটিং)
বাংলাদেশ : ২২০/১০, ৬৩.৫ ওভার (তামিম ১০৪, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব আল হাসান ১০, শুভাগত হোম ৬, তাইজুল ৫*, মুশফিকুর রহীম ৪, ইমরুল কায়েস ১, মেহেদী হাসান মিরাজ ১, সাব্বির রহমান ০, কামরুল ইসলাম রাব্বি ০; মঈন আলি ৫/৫৭, ক্রিস ওকস ৩/৩০, বেন স্টোকস ২/১৩)।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।