এক কোটি ছাড়ালো বিসিবির ফেসবুক লাইক


প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৬

গত বছর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে বদলে রীতিমতো জায়ান্ট দলে পরিণত হয়েছে বাংলাদেশ। সে ধারায় টেস্টে জয় না পেলেও সমান তালেই লড়াই করে যাচ্ছেন টাইগাররা। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলাই এখন ক্রিকেট।

আর তার আরও একটি স্বীকৃতি পেল বাংলাদেশ ক্রিকেট। বৃহস্পতিবার এক কোটি ছাড়িয়েছে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজের লাইক সংখ্যা।

লাইক সংখ্যা এক কোটি বেশি পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলার আগের দিনই এমন মাইলফলকে পৌঁছালো বাংলাদেশের ক্রিকেট।

বাংলাদেশের চেয়ে ফেসবুকে বেশি ফলোয়ার রয়েছে একমাত্র ভারতের। ১০০ কোটিরও বেশি জনসাধারণের দেশের ফেসবুক পেইজে লাইক রয়েছে দুই কোটি ৬৬ লাখ। এছাড়া পাকিস্তানের ফেসবুক পেইজে লাইক রয়েছে ৬৫ লাখ।

আরটি/এনইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।