অভিষেক হতে যাচ্ছে শুভাশীষের


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৭ অক্টোবর ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আগামীকাল শুক্রবার মোকাবেলা করবে বাংলাদেশ। এ টেস্ট ম্যাচেও অভিষেক হচ্ছে আরো এক নতুন মুখের। প্রথমবারের মত টেস্ট ক্যাপ পড়তে যাচ্ছেন শুভাশীষ রায়। বাংলাদেশের হয়ে ৮২তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পড়তে যাচ্ছেন এ পেসার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বৃহস্পতিবার জাগো নিউজের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচক বলেন, ‘বর্তমান যে পরিস্থিতি তাতে এক পেসার নিয়ে খেলানোটা অনেক ঝুঁকিপূর্ণ। তাই আগামীকাল আমারা দুই পেসার নিয়ে দল গড়তে যাচ্ছি। সেক্ষেত্রে অভিষেক হতে যাচ্ছে শুভাশীষ রায়ের।’

ঢাকা টেস্টের জন্য বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়াডে কামরুল ইসলামের সঙ্গে দলে রয়েছেন শুভাশীষ রায়। তাই স্বাভাবিকভাবেই দুই পেসার নিয়ে খেলতে নামায় শুভাশীষ ছাড়া কোনো বিকল্প পাচ্ছেন না টাইগাররা। তাই মিরপুরেই অভিষেক হতে যাচ্ছে এ পেসারের। এর আগে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছিল কামরুল ইসলাম রাব্বির।

চট্টগ্রাম টেস্টে স্পিনারদের দারুণ পারফরম্যান্সের পর ঢাকা টেস্টের জন্য দলে আরো একজন স্পিনার বাড়ানোর কথা ভেবেছিলেন কোচ-নির্বাচকরা। জাগো নিউজের পাঠকদের আগে এমনটাই জানানো হয়েছিল।

তবে বৃহস্পতিবার সকাল থেকেই বদলে মিরপুরের পরিবেশ। সকাল থেকেই দফায় দফায় নাম বৃষ্টি। সকাল থেকেই উইকেট ঢাকা থাকায় ময়েশ্চার জমার সম্ভবনা রয়েছে। এমন উইকেটে স্পিনারদের চেয়ে পেসাররাই সুবিধা পেয়ে থাকেন। তাই আবহাওয়া ও পরিস্থিতির কথা ভেবেই এক পেসার নিয়ে খেলার ঝুঁকি নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তাই অনেকটা বৃষ্টি ভাগ্যেই টেস্ট ক্যাপ পেতে যাচ্ছেন শুভাশীষ!

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।