সুযোগ এলে এবার আর হাতছাড়া করবো না : মুশফিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৭ অক্টোবর ২০১৬

চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করে হেরে গেছে বাংলাদেশ। অথচ ওই টেস্টের প্রথম দুই দিন একচ্ছত্র প্রাধান্য ছিল টাইগারদেরই। পরের দুই দিনও লড়াই করেছে সমান তালে। তবে পঞ্চম দিন সকালে আর পেরে ওঠেননি সাব্বিররা। ফলে ২২ রানের হারের স্বাদ পেতে হয় তাদের। দারুণ লড়াই করা বাংলাদেশ ধরে রাখতে চায় সেই ধারাবাহিকতা। দ্বিতীয় টেস্টে জয়ের সুযোগ আসলে হাতছাড়া করবেন না টাইগাররা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমাদের মূল চ্যালেঞ্জ, দল হিসেবে যেন চার-পাঁচটা দিন ধারাবাহিক ভালো খেলতে পারি। তার পর যদি জয়ের মতো সুযোগ আসে, আমরা অবশ্যই এবার হাতছাড়া করবো না। আমাদের মূল লক্ষ্য থাকবে ভালো খেলা, জয়ের মতো সুযোগ সৃষ্টি করা এবং সেটা কাজে লাগানো।’

অতীত ইতিহাস অনুযায়ী ধারাবাহিকতার অভাব রয়েছে বাংলাদেশের দলের। প্রথম টেস্টে দারুণ ক্রিকেট খেললেও আবারো আলোচনায় ঢাকাতেও একই রকম ক্রিকেট উপহার দিতে পারবে তো তারা। যদিও গত বছর থেকে সীমিত ওভারের ম্যাচে দারুণ ধারাবাহিক টাইগাররা। এবার সে ধারাবাহিকতা টেস্টেও দেখতে চান মুশফিক।

‘যে কোনো সংস্করণেই হোক, একটা ম্যাচ ভালো খেলে পরের ম্যাচে সেটা সেরকম হবে, হয়তো আরো ভালো হবে, নয় তো আরো খারাপ হবে। যে কোনো একটা হবে। তবে হ্যাঁ, টেস্টে এ ধরনের ভালো দলের বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো খেলতে আমরা যেহেতু অভ্যস্ত নই, আমাদের অবশ্যই চ্যালেঞ্জ ধারাবাহিক ক্রিকেট খেলা।’

প্রথম টেস্টে পঞ্চম দিনে এসে হার মানে বাংলাদেশ। শেষ দিনে ৩৩ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ১০ সংগ্রহ করেই বিদায় নেন শেষ দুই ব্যাটসম্যান। তবে সে ম্যাচ থেকে দারুণ আত্মবিশ্বাস পেয়েছেন মুশফিকরা। প্রায় ১৫ মাস পর টেস্ট খেলে এমন লড়াইটাকে বড় করে দেখছেন অধিনায়ক, ‘এমন নয় যে চট্টগ্রামে জিতে গেলেও বা একটি ম্যাচ জিতে গেলেই আমরা টেস্টের এক নম্বর বা ভালো টেস্ট দল হয়ে যাবো। এখনও আমরা সেই পর্যায়ে যাইনি। তবে অবশ্যই বিশ্বাস বেড়েছে।’

We won’t miss chance next time: Mushfiq

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।