এন্ডারসনের রান আউটের জন্য আইসিসির ভুল স্বীকার


প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

২০১৫ বিশ্বকাপের প্রথম দিনেই রান আউটের জন্য ভুল স্বীকার করতে হলো আইসিসিকে। যেই ভুলের মাশুল দিতে হয়েছে ইংল্যান্ডের পক্ষে ৯৮ রান করে অপরাজিত থাকা জেমস টেইলরকে। ম্যাচ হারলেও হয়তোবা বিশ্বকাপের অভিষেক ম্যাচে একটি সেঞ্চুরি জমা পড়ত তার ঝুঁলিতে।
 
শনিবার মেলবোর্নে অনুষ্ঠিত খেলায় ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের শেষ উইকেটে রান আউট হয়েছেন এন্ডারসন। কিন্তু এটি ছিল আম্পায়ারের ভুল সিদ্ধান্ত।
 
ম্যাচের ৪১.৫ নম্বর বলটি করলেন হ্যাজলউড। বলটি লাগল ব্যাটসম্যান জেমস টেইলরের পায়ে। বোলারের এলবিডব্লিউ আবেদনেও সাড়া দেন আম্পায়ার। ইতিমধ্যেই লেগ বাই রান নেয়ার চেষ্টা করেন দুই ব্যাটসম্যান। পরে এটি এলবিডব্লিউ নয় বলে রিভিউ আবেদন করেন টেইলর। আবেদনটি যায় তার পক্ষে। এলবিডব্লিউ থেকে রেহাই পান তিনি। কিন্তু আম্পায়াররা তাকে রেহাই দিলেও রান আউট দিয়ে দেন এন্ডারসনকে।
 
কিন্তু আইসিসির ডিসিশন রিভিউ সিস্টেমের ৩.৬ আর্টিকেল অনুযায়ী, জেমস টেইলর এলবিডব্লিউ হওয়ার সঙ্গে সঙ্গেই বলটি ডেড হয়ে গেছে। তাই এরপরে কোনো রান বা আউটের সুযোগ নেই। এই ঘটনায় ইংল্যান্ড দলের ম্যানেজমেন্টের কাছে ভুল স্বীকার করেছে আইসিসি।

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।